জীবন বৃত্তান্ত

নাম মোঃ আলমাছ উদ্দিন
পিতা নাম মৃত সদর আলী বেপারী
মাতার নাম মৃত ইয়ারজান
স্থায়ী ঠিকানা গ্রাম- উত্তর চর জয়পাড়া, ডাকঘর- জয়পাড়া,
উপজেলা- দোহার, জেলা- ঢাকা-১৩৩০
বর্তমান ঠিকানা গ্রাম- উত্তর চর জয়পাড়া, ডাকঘর- জয়পাড়া,
উপজেলা- দোহার, জেলা- ঢাকা-১৩৩০
জন্ম তারিখ ০৩/০২/১৯৭৩খ্রিঃ
জাতীয়তা বাংলাদেশী
জাতীয় পরিচয় পত্র নং ১৯৭৩২৬১১৮৭৩৫৭১২২২
বৈবাহিক অবস্থা বিবাহিত
১০ ধর্ম ইসলাম
১১ উচ্চতা ৫ ফিট ৯ ইঞ্চি
১২ ওজন ৭২ কেজি
১৩ যোগাযোগ ৮৮০১৭৯০৫০৭০০৪
১৪ পেশা ক্ষুদ্র ব্যবসায়ী
১৫ শিক্ষাগত যোগ্যতা এম. কম (ব্যবস্থাপনা)

পারিবারিক পরিচিতি : জনাব মোঃ আলমাছ উদ্দিন, পিতা- মৃত সদর আলী বেপারী, মাতা- মৃত ইয়ারজান। মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের বাড়ীতে মুক্তিযোদ্ধারা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে আশ্রয় নিয়েছে এবং আমার বাবা অনেক সময় তাদের খাওয়া দাওয়া সহ বিভিন্ন সহাযোগিতা করেছে। পারিবারিক মতাদর্শে ছোট বেলা থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনৈতিক অর্থ বুঝে উঠার আগেই জয়বাংলা শ্লোগান দিয়েছি। ১৯৮৭ সালে দশম শ্রেণীতে পড়া অবস্থায় ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হই এবং বিভিন্ন মিছিল ও রাজনৈকিত কর্মকান্ডে যোগদানের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু। এছাড়া তাঁর শ্যালক মুহাম্মদ আতিকুর রহমান বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিগত কমিটিতেও একই দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। এছাড়াও তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্ররাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্ট সাপোর্ট টিমে মাস্টার ট্রেইনার হিসেবে ঢাকা ০১ আসনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আমার দুই ভাই ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনিতির সাথে সম্পৃক্ত ছিলেন।

রাজনৈতিক পরিচিতি জনাব মো: আলমাছ উদ্দিন ১৯৯১ সালে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হওয়ার ফলে জামায়াত শিবিরিরের অত্যাচার নিপিরণের কারণে বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে বাধ্য হন। এরপর মাত্র ৩০ বছর বয়সে ২০০৩ সালে দোহার উপজেলা আওয়ামীলীগের কমিটিতে বন পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন।

সামাজিক কর্মকান্ড : তিনি ২০০০ সালের ২৬শে সেপ্টেম্বর দোহার পৌরসভার ২নং ওয়ার্ডে বিপুল ভোটের মাধ্যমে কমিশনার নির্বাচিত হয়ে দীর্ঘ ২২ বছর ধরে সফলতা ও সুনামের সাথে কাজ করে বর্তমানে একই পৌরসভার সম্মানিত মেয়র পদে নির্বাচিত হন। এছাড়া তিনি
 সহ-সভাপতি, ম্যানেজিং কমিটি, জয়পাড়া খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।
 যুগ্ম সাধারণ সম্পাদক, মসজিদ কমিটি, উত্তর চর জয়পাড়া খালপাড় জামে মসজিদ।
 সদস্য সচিব, কবরস্থান কমিটি, উত্তর চর জয়পাড়া খালপাড় কবরস্থান।
 করোনা কালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে সরকারি ও নিজস্ব অর্থায়ায়নে নিজ এলাকায় নিম্নো আয়ের প্রত্যেকটি পরিবারে ত্রাণ সামগ্রী সহ মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার ঘরে ঘরে পৌছে দেন।
রাজনৈতিক প্রতিকুলতা : তিনি বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দোহার উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক থাকা অবস্থায় তৎকালিন নাজমুল হুদার পেটুয়া বাহিনীর দ্বারা একাধিক বার হামলা ও হয়রানির শিকার হন এবং একাধিক মিথ্যা মামলা দিয়ে বাড়ী ঘর ছাড়া করে।
উল্লেখ্য যে, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকি পালন করার সময় নাজমুল হুদার পেটুয়া বাহিনীরা এসে কাঙ্গালী ভোজের খাবারের ডেক ভেঙ্গে ফেলে ও নেতাকর্মী (মোঃ আলমগীর হোসেন ভাই, নজরুল ইসলাম বাবুল ভাই, আলী আহসান খোকন শিকদার ভাই) সহ আমরা আক্রমনের স্বীকার হন।


Back-to-top